Home » মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের সূচনা ৯ই ফেব্রুয়ারি থেকে

মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের সূচনা ৯ই ফেব্রুয়ারি থেকে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে রাজ্যব্যাপী সূচনা হচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযানের ষষ্ঠ পর্ব।সেই মোতাবেক ঊনকোটি জেলায় ৯ই ফেব্রুয়ারি আরজিএম হাসপাতালে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের জেলাভিত্তিক অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা হবে সকাল ১১ টায়।এ নিয়ে আজ বিকেল ৪ টায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে সাংবাদিক সম্মেলন করেন ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডঃ সন্দীপন ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট প্রকল্পের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডক্টর অয়ন রায়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে তিন বছর পূর্বেই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে।যেখানে শিশু এবং কিশোরদের বিভিন্ন রোগ সনাক্তকরণের মাধ্যমে বারোটি পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। তার মধ্যে কৃমিনাশক, ভ্যাকসিনেশন,পোষন অভিযান,টিনেজ ম্যারেজ,টিনেজ প্রেগন্যান্সি ইত্যাদি বিষয় রয়েছে।স্বাস্থ্য দপ্তর,শিক্ষা এবং সমাজকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।যেখানে একটি তথ্যে উল্লেখ করা হয়েছে এই জেলার মধ্যে এনডিডি টার্গেট ৮৪৮৩৭, আয়রন ফলিক এসিড ৮০৫৬০,ভিটামিন-এ ২৪৪৫৬, পোষণ অভিযান ২৭৫০০ যা এই প্রকল্পের মাধ্যমেই পূরন করা হবে।পাশাপাশি গ্ৰাম সভা হবে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ এলাকায়।

You may also like

Leave a Comment