প্রতিনিধি মোহনপুর:- গ্রামীন এলাকার আয়ের উৎসব বৃদ্ধি করতে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বামুটিয়া ব্লক এলাকার সুবিধা ভোগিদের মধ্যে দেওয়া হয়েছে উন্নত মানের মোরগ ছানা সহ খাদ্য সামগ্রী। যার মাধ্যমে বিকল্প আয় বৃদ্ধি পেতে পারে গ্রামবাসীর। বামুটিয়া ব্লকের অন্তর্গত মোট ২০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১০০ জন সুবিধাভোগীদের মধ্যে এই মোরগ ছানাগুলো বিতরণ করা হয়েছে। বুধবার মোরগ ছানা বিতরণের পাশাপাশি একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের। মাথাপিছু ১৩০০০ হাজার টাকার মোরগ ছানা সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উদ্বোধনী পর্বে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী আহ্বান করেন যাদেরকে এই সুবিধার আওতায় আনা হয়েছে তারা যাতে আগামী দিনে এই মোরগ প্রতিপালনের মধ্য দিয়ে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যান। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুনিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডঃ সম্রাট চৌধুরী সহ অন্যান্যরা।
46
previous post
কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী সাজাপ্রাপ্ত কয়েদি
next post