59
- প্রতিনিধি,গন্ডাছড়া ২৩ অক্টোবর:- গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তর হোক লাইন বিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পায়। এ বিষয়ে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার শ্যামল সূত্রধর জানান মঙ্গলবার পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী আমবাসা’র ডিজিএম এর নেতৃত্বে গন্ডাছড়া মহকুমা এলাকার মনোরঞ্জন দাস পাড়া, জয়কিশোর পাড়া, মোহিনী পাড়া, মল্লিক পাড়া এবং দেবনাথ পাড়ায় হোক লাইন বিরোধী অভিযানে বেড়িয়ে ২৭’টা অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে এবং তাদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৮০ মিটার পিভিসি তার বাজেয়াপ্ত করা হয়। সিনিয়র ম্যানেজার আরো জানান এই দিনের অভিযানে ১০০ শতাংশ সাফল্য এসেছে। মানুষ বুঝতে পেরেছে বিদ্যুৎ ব্যবহার করতে হলে বৈধ কানেকশন নিতে হবে। ম্যানেজার গ্রাহকদের বৈধ বিদ্যুৎ লাইন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবেন বলে জানান। তিনি জানান হোক লাইন বিরোধী অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে জারি থাকবে।