প্রতিনিধি কৈলাসহর:-স্বাস্থ্য পরিষেবার সাথে সাথে সামাজিক কর্মকাণ্ডের দায়বদ্ধতা থেকে আজ স্বস্তি হেলথ কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেগা রক্তদান শিবির। রক্তদান শিবিরে স্বস্তি হেলথ কেয়ারের স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে শহরের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা রক্তদান করেন।স্বস্তি হেলথ কেয়ারের সিইও ডাঃ সুমিত দাস জানান প্রতি তিন মাস অন্তর অন্তর এই হেলথ কেয়ারের উদ্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে।গত জুলাই মাসে প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।আগামী দিনেও এই হেলথ কেয়ারের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। তাছাড়াও এই হেলথ কেয়ারের উদ্যোগে আগামী দিনেও বিনামূল্যে বিভিন্ন অপারেশন শিবির অনুষ্ঠিত হবে।রক্তদান শিবিরে ডাঃ সুমিত দাস ছাড়াও উপস্থিত ছিলেন হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দাস,সুজয় দে সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে মোট পঁচিশ জনের অধিক রক্তদান করেন।যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।কৈলাসহর ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা কমিয়ে আনতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
74
previous post