প্রতিনিধি শান্তিরবাজার :শান্তির বাজার মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে আজ বোকাফা ব্লকের মৎস্য জ্ঞান অর্জন কেন্দ্রে একটি জল ও মাটির পরীক্ষা শিবির করা হয়। এতে ৩৫ জন মৎস্য চাষী উনাদের জলাশয়ের জল ও মাটি নিয়ে আসেন পরীক্ষা করার জন্য। মৎস্য দপ্তরের আধিকারিক শ্রীমতি মৃন্ময়ী দত্ত জানান বন্যায় শান্তিরবাজার মহাকুমার প্রায় ৭৫ শতাংশ জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে বর্তমানে জলাশয়ের জল ও মাটির পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন। বন্যায় বাইরের জল ঢোকার ফলে জলাশয়ের জল গুলি দূষিত হয়ে গেছে। এই জল ও মাটি পরীক্ষার মাধ্যমে মৎস্য চাষীদেরকে প্রয়োজনীয় উপদেশ দেওয়া হচ্ছে যাতে করে জলের গুণগত মান বজায় থাকে। তিনি আরো জানান এই ধরনের শিবির ইতিমধ্যেই বকাফা ব্লকের বিভিন্ন জায়গায় সংঘটিত করা হচ্ছে এবং এটি দপ্তরের বার্ষিক পরিকল্পনার অঙ্গ। আজকের শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অফিসার অজয় দেবনাথ সহ অন্যান্য। মৎস্য চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারাও মৎস্য দপ্তরের এই ধরনের উদ্যোগের ফলে ভীষণ খুশি। এই ধরনের পরীক্ষার ফলে পুকুরে মাছের রোগ এবং অন্যান্য সমস্যার প্রতিকার করা সম্ভব এবং এর জন্য উনারা মৎস্য দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।
42
previous post