প্রতিনিধি, গন্ডাছড়া :- সোমবার গোটা দেশ তথা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও পুলিশ স্মৃতি দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন গন্ডাছড়া থানা এলাকার অন্তর্গত শহীদ সমীর চৌধুরী, প্রদীপ বর্ধন, অভিজিৎ বিশ্বাসের বাড়িতে গিয়ে বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, গন্ডাছড়া থানার ওসি অসীম সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেখানে পুলিশ আধিকারিকরা শহীদ পরিবারের মধ্যে ফল ,মিষ্টি বিতরণ করেন এবং পরিজনদের সাথে কথা বলে তাদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন পুলিশ আধিকারিকদের সামনে শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে। পরে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক বলেন শহীদদের ভুলে যাওয়া অসম্ভব, তাদের মনে রাখতে হবে। গোটা দেশে যারা আত্ম বলিদান করছেন তাদেরকে স্মরণ করা হচ্ছে। পুলিশ আধিকারিক বলেন নাগরিকদের সুরক্ষা প্রদানে পুলিশ দিনরাত কাজ করে চলছে এবং আগামী দিনেও জারি থাকবে।
44
previous post