সারা রাজ্যেই চলছে বিজেপি দলের সদস্যতা অভিযান কর্মসূচি। রবিবার ছুটির দিনে খোয়াই বিধানসভার ৬ নং বুথে এবং ৩৮ নং বুথে বিজেপি দলের সদস্যতা অভিযান ২০২৪ এর দ্বিতীয় পর্ব আয়োজিত হয়। এদিন খোয়াই বিধানসভার ৬ নং বুথে বিজেপি দলের সদস্যতা অভিযানে স্বস্ত্রীক বিজেপি খোয়াই মন্ডল সভাপতি উপস্থিত থেকে সদস্যতা অভিযান করেন। পাশাপাশি রবিবার দুপুরে খোয়াই বিধানসভার ৩৮ নং বুথে বিজেপি দলের সদস্যতা অভিযান ২০২৪ এর দ্বিতীয় পর্ব আয়োজিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি তথা মহিলা মোর্চার নেত্রী অপর্ণা সিংহ রায়, বিজেপি খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, মহিলা মোর্চার কর্মীরা থেকে শুরু করে অন্যান্যরা। উল্লেখ থাকে গোটা বিধানসভায় এলাকায় কুড়ি হাজার সদস্যতা পদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে বিজেপি দল। এখনো পর্যন্ত ১২ হাজার এর উপরে সদস্যপদ সংগ্রহ হয়েছে গোটা বিধানসভায় এলাকায় বিজেপি দলের। বিজেপির মন্ডল এবং জেলার নেতৃত্বরা যেভাবে কোমর বেঁধে ময়দানে অবতীর্ণ হয়েছেন তাতে সদস্যতা লক্ষ্যমাত্রা ছুয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
69
next post