Home » বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্জী কাঞ্চনপুরে।।

বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্জী কাঞ্চনপুরে।।

by admin

প্রতিনিধি ধর্মনগর,, আজ ৬০ নং বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগ কাঞ্চনপুর টাউন হলে বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক সভায় রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস, উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ,কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ কাঞ্চনপুর মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভায় সূভ সূচনা করেন উপস্থিত অতিথিবর্গরা। তারপর বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়এই সাংগঠনিক সভায় আগামী এডিসি নির্বাচনের উপর দলের কার্যকরতা বাড়ানোর জন্য সবাইকে অনুপ্রেরণা প্রদান করেন এবং কিভাবে আরো মানুষের উপকারে আসা যায় সেই ব্যাপারে আরো ব্যাপকভাবে কাজ করার জন্য সবাইকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ রাখেন এরই সাথে তিনি এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি তুলে ধরলেন সকলের সামনে ।তিনি বলেন রাজ্যের জনগণদের একটি সময় ঘরের জন্য নেতা‌দের বাড়িতে লাইন ধরতে হত । তবে এখন আর ঘরের জন্য নেতাদের বাড়িতে লাইন ধরতে হয় না কারন বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে এবং বর্তমানে রাজ্যে প্রায় ৪.৫০ লক্ষ পাকা বাড়ি এই ডাবল ইঞ্জিনের সরকার নির্মাণ করে দিয়েছে পাশাপাশি তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২০১৯ সাল থেকে এই ডবল ইঞ্জিনের সরকার রাজ্যের গরিব অংশের গনগণদের সম্পুর্ন বিনামূলে পরিবার পিছু ৫ কেজি করে চাল প্রদান ক‌রে আসছে।সবশেষে এই কর্মসূচির অঙ্গ হিসাবে ছিল তিরঙ্গা যাত্রা। সেই মোতাবিক প্রায় ৭ থেকে ৮০০ মানুষ উপস্থিত হন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই রেলি প্রদর্শন হয়নি। তবে তারা আশাবাদী আগামী দিনগুলোতে তারা আরো বিভিন্ন কর্মসূচির চালিয়ে যাবেন।

You may also like

Leave a Comment