Home » নবনিযুক্ত ৬২ জন কৃষি সহায়কদের নিয়ে কৃষি প্রশিক্ষণ দপ্তরের

নবনিযুক্ত ৬২ জন কৃষি সহায়কদের নিয়ে কৃষি প্রশিক্ষণ দপ্তরের

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গোমতী জেলা কৃষি ডেপুটি ডাইরেক্টর দপ্তরের কনফারেন্স হলে সদ্য জিয়ারবিটির মাধ্যমে চাকরি পেয়ে কৃষি দপ্তরের সহায়ক হিসেবে নিযুক্ত মোট ৬২ জন কৃষি সহায়কদের নিয়ে আয়োজিত ১০ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য নব নিযুক্ত কৃষি সহায়কদের পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেন বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন্দ্র মজুমদার। এছাড়া ছিলেন গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায় , উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং কৃষি দপ্তরের ডিরেক্টর দীপক দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন কৃষি দপ্তরের এই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে অতিথিরা বলেন, অন্নদাতা কৃষকদের জন্য কৃষি দপ্তরের গুরুত্ব অপরিসীম । এই দপ্তর কি আরো শক্তিশালী করার লক্ষ্যে সমগ্র ত্রিপুরা রাজ্যে ৪২১ জন এগ্রি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয় । এদিন সকলে নবনিযুক্ত ৬২ জন কৃষি সহায়কদের আগামী কর্মজীবনের সাফল্য কামনা করেন ।

You may also like

Leave a Comment