Home » গন্ডাছড়ায় কালী মায়ের পূজোকে সামনে রেখে বৈঠক

গন্ডাছড়ায় কালী মায়ের পূজোকে সামনে রেখে বৈঠক

by admin

 প্রতিনিধি, গন্ডাছড়া :- আসন্ন কালীপুজোকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং,মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ একঝাঁক সমাজসেবী এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ। বৈঠকে কালীপুজোর দিনগুলো যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার বিভিন্ন রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। মহকুমা শাসক দূর্গা মায়ের পূজোর মতো কালীপুজোও যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান রাখেন। উল্লেখ্য এবছর গন্ডাছড়া থানা সহ গোটা মহকুমা এলাকায় ১০ খানা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

You may also like

Leave a Comment