56
- প্রতিনিধি, বিশালগড়, । কাকভোরে কৃষ্ণধনেরা বেরিয়ে পড়ে শহর বিশালগড়ে। তারা পৌরসভার সাফাই কর্মী। সামান্য বেতনে শহর সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষ্ণধনেরা। শনিবার সাতসকালে বিশালগড় বিধানসভার ৩৬ নং বুথে কৃষ্ণধন দাসের বাড়িতে আচমকাই হাজির হন বিধায়ক সুশান্ত দেব। চায়ের কাপে চুমু দিতে দিতে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা চলে। কৃষ্ণধনের পরিবার সরকারি প্রকল্পের কী কী সুবিধা পেয়েছে এছাড়া কেমন চলছে তার সংসার ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব। হঠাৎ সকালে বিধায়কের আগমনে হতচকিত হয়ে যান কৃষ্ণধন সহ তার পরিবারের সবাই। তিনি বলেন কোনদিন তার বাড়িতে গিয়ে কোন বিধায়ক খোঁজ খবর নেননি। বিধায়ক সুশান্ত দেব জানান “কেমন আছে বিশালগড়” কার্যক্রমের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করছেন তিনি। এরই অঙ্গ হিসেবে আজ কৃষ্ণধন দাসের বাড়িতে যাওয়া। প্রতিদিন সকালটা শুরু হয় নিজ এলাকায় কারোর বাড়িতে চায়ের কাপে চুমু দিয়ে। সল্প সময়ের আলাপচারিতায় সমাজের বিভিন্ন সমস্যার কথা জানা যায়। এবং পরবর্তী সময়ে এগুলো সমাধানের চেষ্টা করা হয়। সকলের সহযোগিতা এবং পরামর্শকে পাথেয় করেই শ্রেষ্ঠ বিশালগড় গড়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্য পৌঁছবেন বলে জানান বিধায়ক সুশান্ত দেব।