প্রতিনিধি, বিশালগড়, ২৬ অক্টোবর।। বিধায়ক সুশান্ত দেব ফ্যান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকালে কড়ুইমুড়া মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বক্সনগর একাদশ খেলে কড়ুইমুড়া একাদশের সঙ্গে। ম্যাচের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। হেমন্তের বিকালে ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজারো দর্শক সমাগম ঘটে। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’পক্ষের। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গিয়ে গড়ায় টাই ব্রেকারে। এতে ৩-২ গোলে জয়লাভ করে কড়ুইমুড়ার ছেলেরা। শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শংকর সাহা, বিজেপি নেতা দীপক শীল, বাপি সাহা প্রমুখ। বিধায়ক সুশান্ত দেব বলেন যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা শরীর চর্চা ইত্যাদি কার্যক্রম আরও বেশি করতে হবে। প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। এছাড়া পরবর্তী সময়ে ফুটবল টুর্নাম্যান্টের আয়োজন করলে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
45
previous post