55
ধর্মনগর প্রতিনিধি : অসমের লামডিং ও বদরপুর রেল সেকশনের মধ্যে মুপা ও দিয়াখো স্টেশনের মাঝামাঝি পাহাড় ধসে বড়সড় রেল বিপর্যয় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধস নামার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মাইবং স্টেশনে আটকে দেওয়া হয়। একইসঙ্গে শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনও বিপদের আশঙ্কায় থামিয়ে দেন এক সতর্ক রেলকর্মী। ধ্বসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। ফলে এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও মেরামতির কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেল সুরক্ষা বাহিনী ও ইঞ্জিনিয়ারিং টিম। পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির জেরেই এই ধ্বস বলে প্রাথমিক অনুমান। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।