প্রতিনিধি কৈলাসহর:-বিকশিত ত্রিপুরা গড়ার শপথে ক্রীড়া ক্ষেত্রকে আধুনিকিকরন করতে বদ্ধপরিকর বিজেপি সরকার।গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত দেওড়া ছড়া এডিসি ভিলেজের বেলকুমবাড়ি হাইয়ার সেকেন্ডারি বিদ্যালয়ে তৈরি হচ্ছে একটি সিন্থেটিক ফুটবল মাঠ।জানা গেছে ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের অর্থায়নে তৈরি হচ্ছে এই মাঠ।প্রায় পাঁচ কোটি অর্থব্যায়ে তৈরি হওয়া এই সিন্থেটিক মাঠের গত ৪ঠা মার্চ চন্ডিপুর ব্লক প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন প্রকল্পের সাথে ভার্চুয়ালি শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। উল্লেখ্য,যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের দায়িত্ব পাবার পর থেকে রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায় যুবকদের নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে ও খেলাধুলার প্রতি যুবকদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার সিংহ জানান রাজ্য সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর থেকে মোট তিনটি সিন্থেটিক মাঠ করার জন্য অর্থ বরাদ্দ করা হয়।সেই অনুযায়ী রাজ্যে তিনটি সিন্থেটিক মাঠ তৈরি হচ্ছে।যার মধ্যে একটি হচ্ছে কৈলাসহর জনজাতি অধ্যুষিত এলাকা দেওড়া ছড়ায়।উপজাতি অধ্যুষিত দেওড়াছড়া এডিসি ভিলেজের যুবকরা ইতিমধ্যে ফুটবল খেলায় রাজ্যের নাম উজ্জ্বল করেছে।এই মাঠ আগামী দিনে খেলাধুলায় যুবকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদী। রাজ্যের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছে ক্রীড়া ক্ষেত্র।
141
previous post