প্রতিনিধি কৈলাসহর:-জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ও কুমারঘাট মহকুমা হাসপাতালের সহায়তায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান প্রকল্পের আজ জেলাভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুমারঘাট এর মানসী হলে। জেলা সভাধিপতি অমলেন্দু দাস প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।এছাড়া উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি সন্তোষ ধর,মহকুমা শাসক এনএস চাকমা,ভারপ্রাপ্ত সিএমও ডঃ শঙ্খ শুভ্র দেবনাথ,বিদ্যালয় পরিদর্শক কুমারঘাট ও সিডিপিও সঞ্জয় দে এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ডঃ শুচরিত চাকমা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস।স্বাগত বক্তব্য রাখেন সিএমও ইনচার্জ ডঃ শঙ্খশুভ্র দেবনাথ।আজ রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে ধলাই জেলার আমবাসায় এবং জেলাভিত্তিক অনুষ্ঠান ঊনকোটি জেলার কুমারঘাটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২টি শিশুকে কৃমিনাশক ঔষধ,জিংক,ওআর এস এবং টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানে আশা কর্মী থেকে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের অঙ্গ হিসেবে ২৪শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর অব্দি শূন্য থেকে নয় বছর বয়সের শিশুদের রোগ মুক্ত রাখার লক্ষ্যে শহর এবং গ্রামীণ এলাকার প্রতিটি বিদ্যালয়,অঙ্গনওয়াড়ি সেন্টার,নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি স্থানে ০-১৯ বছরের শিশুদের যথাযথ বিকাশ এবং সম্পূর্ণভাবে রোগ মুক্ত রাখার লক্ষ্যে স্বাস্থ্য সম্পর্কিত সুপরামর্শ এবং ঔষধ খাওয়ানো হবে।স্বাগত বক্তব্যে ডাঃ শঙ্খশুভ্র দেবনাথ জানান টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি,আয়রন ও ফলিক এসিড পরিপূরক, মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতা,এইচ বি এন সি এবং এইচবি ওয়াইসি, ভিটামিন এ পরিপূরক,পোষন অভিযান,কৃমিনাশক কর্মসূচি,হাম-রুবেলা কর্মসূচি,এএফপি নজরদারি, কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ,নিমোনিয়া সংক্রান্ত সমস্যার সনাক্তকরণ, আইডিসিএফ কর্মসূচির মধ্য দিয়ে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের ওআরএস ও জিংক ঔষধ এবং এনসিডি স্ক্রিনিং কর্মসূচির মধ্য দিয়ে ৩০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ক্যান্সার সহ অন্যান্য রোগের সনাক্তকরণ করা হবে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৭.০ এর সফল বাস্তবায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের অঙ্গীকারে ২৪শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর অব্দি এই কর্মসূচি চলবে গোটা জেলায়।
মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের জেলাভিত্তিক সূচনা
43