Home » গন্ডাছড়া এন এস এস ইউনিটের ইলেক্টোরাল লিটারেসি ক্যাম্পেইন

গন্ডাছড়া এন এস এস ইউনিটের ইলেক্টোরাল লিটারেসি ক্যাম্পেইন

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া:- গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে মঙ্গলবার ইলেক্টোরাল লিটারেসি ক্যাম্পেইন সংঘটিত করা হয়।এদিন বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষের নেতৃত্বে গন্ডাছড়া ষাট কার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযানে যায় এনএসএস এর ভলান্টিয়াররা। “মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে”, “চোনাও কা পর্ব”, “দেশ কা গর্ব”, “আই ভোট ফর শিওর” এই স্লোগান গুলিকে সামনে রেখে বাড়ি বাড়ি যায় এন এস এস স্বেচ্ছাসেবিরা। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা, বরিষ্ঠ শিক্ষক শীতাংশু সাহা। প্রচার অভিযান কর্মসূচি শেষে ভাইস প্রিন্সিপাল জানান কেন্দ্রীয় মন্ত্রক ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযান এবং চলবে আগামী ৬ই মার্চ পর্যন্ত। দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন এস এস ইউনিটকেও এই অভিযানে শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যার লক্ষ্য সমস্ত ভোটারদেরকে বিশেষ করে নতুন ভোটারদেরকে ভোট দানে উৎসাহিত করা । তিনি সকল বয়সের ভোটারদের ভোটদানের কর্তব্য পালনের জন্য আহ্বান জানান। এদিন সুদৃশ্য ফ্লেক্স ও পোস্টার নিয়ে গ্রামে সুশৃংখল রেলি করে ভলান্টিয়াররা।

You may also like

Leave a Comment