Home » বিশ্রামগঞ্জে ৮৪ জন যুবক পেলেন অটোর পারমিট

বিশ্রামগঞ্জে ৮৪ জন যুবক পেলেন অটোর পারমিট

by admin

প্রতিনিধি, বিশালগড়। যোগ্যতার নিরিখে সরকারি চাকরি পাচ্ছে যুবক যুবতীরা। সরকারি চাকরির পাশাপাশি বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। প্রতি ঘরে রোজগার দেয়ার প্রতিশ্রুতি পূরণ হচ্ছে ধীরে ধীরে। শুক্রবার বিশ্রামগঞ্জে জেলা পরিষদের অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ৮৪ জন যুবকের হাতে তুলে দেয়া হয় অটো রিকশার পারমিট। স্বাবলম্বন স্কিমে সিপাহীজলা জেলা ইন্ডাস্ট্রি , জেলা পরিবহন দপ্তর এবং জেলা পরিষদের সহযোগিতায় ৮৪ জন বেকার যুবকের হাতে অটোর পারমিট তুলে দেওয়া হয়। বিশ্রামগঞ্জ জেলা পরিষদের অফিস প্রাঙ্গণে সড়ক সুরক্ষা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা এবং স্বাবলম্বন স্কিমে অটোর পারমিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, দেবব্রত ভট্টাচার্য, সিপাহীজলা জেলার চিপ এমবিআই দীবাকর দাস, জেলা ইন্ডাস্ট্রি বিষয়ক কমিটির সভাপতি সন্দীপন সিংহ, জেলার এমবিআই সুব্রত দেববর্মা প্রমূখ । জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ এবং স্বনির্ভর ত্রিপুরা গড়ার জন্য কাজ করছেন। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে কাজ করছেন। যুব সমাজের হাতে রোজগার দিতে নানা প্রকল্প বাস্তবায়ন করছেন।

You may also like

Leave a Comment