141
ধর্মনগর প্রতিনিধি।
খেলো ধর্মনগর প্রতিযোগিতা যত জমে উঠেছে ততই ধর্মনগর প্রেসক্লাব তাদের আধিপত্য বিস্তার করে চলেছে। পাঁচটি ইভেন্টে ধর্মনগর প্রেসক্লাবের টিম থাকলেও কবাডিতে বিশেষ দক্ষতা দেখিয়ে চলেছে। শুক্রবার আমরা সবাইকে পরাজিত করে পর পর ছয় ম্যাচে অপরাজিতা থেকে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে। শুক্রবারের খেলার প্রথমার্ধে ধর্মনগর প্রেসক্লাব আমরা সবাই থেকে ১৬-৮ পয়েন্টে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে যখন খেলা শেষ হয় তখন ধর্মনগর ৩৮ -২৩ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে অপরাজিত দল হিসেবে এখনো শীর্ষস্থানে দখল করে রয়েছে। আজকের খেলা দেখতে সমর্থকদের মধ্যে ছিল উপচে পরা ভিড়।