Home অপরাধ বিপুল প‌রিমান নেশা জাতীয় কফ সিরাফ ফে‌ন্সি‌ডিল জব্দ ক‌রে স্থানীয় পু‌লিশ

বিপুল প‌রিমান নেশা জাতীয় কফ সিরাফ ফে‌ন্সি‌ডিল জব্দ ক‌রে স্থানীয় পু‌লিশ

by admin
0 comment 127 views

ধর্মনগর
সর্বনাশা নেশা সম্রা‌জ্যের বিরু‌দ্ধে অসম রাজ‌্য সরকা‌রের কড়া নি‌র্দেশে জি‌রো টলা‌রেন্স নী‌তি‌তে ‌জোর কদ‌মে কাজ ক‌রে চল‌ছে রাজ‌্য পু‌লিশ।ফ‌লে প্রায় প্রতি‌দিন রা‌জ্যের কোথাও না কোথা পু‌লি‌শি অ‌ভিযা‌নে ধরা পড়‌ছে নেশা সামগ্রী সহ এ‌তে জ‌ড়িত পাচারকা‌রিরা।এ‌মন অ‌ভিযা‌নে কয়‌দিন অন্তর অন্তর সাফল‌্য পা‌চ্ছে অস‌মের দ্বি‌তিয় পু‌লি‌শি চে‌কিং গেট হিসা‌বে প‌রি‌চিত ক‌রিমগ‌ঞ্জ জেলার ত্রিপুরা রাজ‌্য লা‌গোয়া বাজা‌রিছড়া থানাধিন ‌চোরাইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টের পু‌লিশ।জানা গে‌ছে বুধবার বিকা‌লে গোপন খব‌রের ভি‌ত্তি‌ত্বে অসম থে‌কে ত্রিপ‌ুরাগামী এক‌টি ছয় চাকার ক‌ন্টেনার গা‌ড়ি‌তে তল্লা‌শি ক‌রে বিপুল প‌রিমান নেশা জাতীয় কফ সিরাফ ফে‌ন্সি‌ডিল জব্দ ক‌রে স্থানীয় পু‌লিশ।এ‌তে আটক করা হয় গা‌ড়ি চাল‌কেও।এ মর্মে চোরাইবা‌ড়ি পু‌লি‌শের গেট ইনচার্জ প্রণব মি‌লি জানান যে এ‌দিন ত্রিপুরায় পা‌ড়ি দেবার উ‌দ্দে‌শ্যে এএল(শূণ‌্য সাত)এএ(নয় তিন চার পাঁচ)নম্ব‌রের এক‌টি খুচ‌রো সামগ্রী বোজাই ক‌ন্টেনার গা‌ড়ি চোরাইবা‌ড়ি গে‌টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ।এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে ছা‌ব্বিশ কার্টু‌নে দু হাজার ছয়`শ বোতল ফে‌ন্সি‌ডিল উদ্ধার হয়।যার কা‌লোবাজারী মুল‌্য প‌চিশ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।এ কা‌ন্ডে উক্ত গা‌ড়ি চাল‌ককে আটক করা হয়ে‌ছে।তার নাম আবুম‌হাম্মদ ফ‌য়েজ আহমদ।বা‌ড়ি ত্রিপুরায়।ধৃ‌তের বিরু‌দ্ধে সু‌নি‌ার্দষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।আটক চালক‌কে বৃহস্প‌তিবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

Related Post

Leave a Comment