প্রতিনিধি মোহনপুর:- গোপন খবরের ভিত্তিতে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করল। এয়ারপোর্ট থানার অন্তর্গত মহেশখলা এলাকা থেকে নেশা বিরোধী অভিযানে আসে এই সাফল্য। গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। সীমান্ত রক্ষী বাহিনীর গোয়েন্দা শাখার খবর ভিত্তিতে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথ নেশা বিরোধী অভিযান চালায় মহেশখলা এলাকায়। বিধান দত্ত নামে নেশা কারবারের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইকো গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 805 বোতল অবৈধ কফ সিরাপ। গ্রেফতার করা হয়েছে বিধান দত্তকে। গাড়িতে বিএসএনএলের স্টিকার লাগিয়ে নেশা বাণিজ্য নিয়মিত করে যাচ্ছে অভিযুক্তরা। এই ঘটনার সাথে জড়িত আরো এক অভিযুক্ত অপূর্ব দত্ত গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। জানা গেছে অপূর্ব সরাসরি এলাকার নেশা বাণিজ্যের সাথে জড়িত। এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আইপিএস প্রভেশনাল সুধীর কুমার বলেন এয়ারপোর্ট থানা এলাকাতে যদি এই ধরনের খবর কোন জনগণের কাছে থাকে তাহলে সেটি পুলিশকে দেওয়ার জন্য। সমস্ত নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি
152
previous post