প্রতিনিধি, বিশালগড়, ১৫ জুন।। দুই কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। গত ২রা জুন গকুলনগর রাস্তারমাথা এলাকায় হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়াকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে বিশালগড় থানায় অভিযোগ জমা পড়ে। বিশালগড় থানার পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে ভুঁইয়ামাথা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি স্কুটি সহ কুখ্যাত ছিনতাইবাজ ভিকি মজুমদার এবং সাগর দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার মূল মাস্টারমাইন্ড ভিকি মজুমদারের বাড়ি পান্ডবপুর এলাকায়। বেশ কয়েকদিন ধরে পলাতক ছিল সে। অবশেষ পুলিশের জালে ধরা পড়ে। পুলিশের তদন্তে উঠে এসেছে সেদিন ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়নি। ছিনতাই হয়েছে আড়াই লক্ষ টাকা। তা স্বীকার করেছেন অভিযোগকারীরা। রবিবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত এবং বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর জানান অভিযোগটি ছিল প্রাণনাশের চেষ্টা এবং ছিনতাইয়ের। পুলিশ তদন্ত প্রক্রিয়া গুটিয়ে এনেছে। এক্ষেত্রে টেকনোলজির ব্যবহার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে তাদের গ্রেফতারের চেষ্টা হচ্ছিল। কিন্তু তারা জায়গা বদল করে আত্মগোপন করেছিল। কিন্তু অবশেষে তারা ধরা পড়ে। অভিযুক্তদের বাড়ি থেকে নগদ টাকা মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত স্কুটি এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। দুই অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। ওসি সনজিত সেন জানান ধৃত দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্তদের জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ রিমান্ডের আবেদনের শুনানি হবে আগামী ২৩ শে জুন।
101
previous post