প্রতিনিধি, বিশালগড়,।। প্রতি বছরের ন্যায় এবারও কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার। কৃষকদের জন্য খুশির খবর হলো এবার ধানের মূল্য আরও বাড়িয়েছে সরকার। এবছর ২১৮৩ টাকা কুইন্টাল দরে ধান কিনবে সরকার। একজন কৃষক ৫০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবে। আমন ধান ঘরে তোলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রতিটি মহকুমায় চলছে ধান ক্রয় প্রক্রিয়া। বুধবার থেকে বিশালগড় কৃষি মহকুমায় ধান ক্রয় শুরু হয়েছে। রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় খাদ্য ও জনসংভরণ দপ্তরের উদ্যোগে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিশালগড় কৃষি মহকুমায় ধান ক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অন্তরা দেব সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। চলতি বছরে ধান ক্রয় প্রক্রিয়ার প্রথম দিনেই প্রচুর সংখ্যক কৃষক ধান নিয়ে হাজির হয়। বিধায়ক অন্তরা দেব সরকার বলেন সরকার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। একসময় কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ফসল কেনার দাবিতে মিছিল মিটিং হয়েছে। কিন্তু নিজেরা করেনি। বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার। প্রতি বছর ধানের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। বিধায়ক সুশান্ত দেব বলেন বর্তমান সরকার সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করছে। কৃষকরা আমাদের অন্নদাতা। কিন্তু কৃষকদের কথা কেউ কোন দিন ভাবেনি। তাদের নিয়ে রাজনীতি হয়েছে। কিন্তু বিজেপির সরকার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। বিনামূল্যে সার ঔষধ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। সম্প্রতি প্রবল বর্ষণে কৃষকদের ক্ষতি হয়েছে। তাদের ক্ষতিপূরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
75