Home » স্কুল হেলথ এন্ড ওয়েলনেস কর্মসূচি জেলা সদরে

স্কুল হেলথ এন্ড ওয়েলনেস কর্মসূচি জেলা সদরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ বুধবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে আয়ুস্মান ভারত স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে ঊনকোটি জেলাভিত্তিক একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এই কর্মশালায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,সহকারী সভাধিপতি শ্যামল দাস,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ড:শঙ্খ শুভ্র দেবনাথ,ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক কার্তিক দেববর্মা সহ অন্যান্যরা।এই কর্মশালা ঊনকোটি জেলার সমস্ত সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্টিত হয়েছে।তাছাড়া কর্মশালা গুলোতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান জেলা নোডাল অফিসার ডাঃ অয়ন রায়।এই উদ্যোগটি শিক্ষা এবং স্বাস্থ্য বাস্তবায়নকারী উভয়কেই লক্ষ্য করে এবং স্কুল পর্যায়ে স্বাস্থ্য প্রোগ্রামিং এবং আরও কার্যকর শেখার জন্য একটি সমন্বিত পদ্ধতির সুবিধার্থে পরিকল্পিত।যা শহর থেকে গ্ৰাম প্রতিটি জায়গায় বাস্তবায়িত হচ্ছে স্বাস্থ্য দপ্তরের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি।প্রতিটি স্কুলে দু’জন শিক্ষককে স্বাস্থ্যও সুস্থতার দূত হিসাবে ঘোষণা করা হবে বিশেষ করে একজন পুরুষ এবং একজন মহিলা ও যারা সাপ্তাহিক স্বাস্থ্য প্রচার এবং রোগ প্রতিরোধের তথ্য ইন্টারেক্টিভ কার্যক্রমের আকারে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়।আঘাত, সহিংসতা,পদার্থের অপব্যবহার,ঝুঁকিপূর্ণ যৌন আচরণ,মনস্তাত্ত্বিক এবং মানসিক ব্যাধির মতো উদীয়মান সামাজিক অসুস্থতার উপর ফোকাস বাড়ানোর উপর জোড় দেওয়া হবে।বক্তব্য রাখতে গিয়ে কার্যকরী পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য এই অপারেশনাল গাইডলাইন গুলি একটি হ্যান্ডবুক এবং প্রোগ্রাম ম্যানেজারদের জন্য একটি সংস্থান হিসাবে পরিবেশন করার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ড: শঙ্খ শুভ্র দেবনাথ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন।

You may also like

Leave a Comment