প্রতিনিধি কৈলাসহর:-বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হল কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে।কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে জুড়ে ছিল সম্মাননা প্রদান, সেমিনার,রক্তদান শিবির এবং নানা সচেতনতামূলক কর্মসূচি।অনুষ্ঠানের সূচনা হয় বিশ্বখ্যাত রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং একটি চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে।এরপর আমেদাবাদে সদ্য ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ২৪১ জন যাত্রীর প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানের সূচনা সঙ্গীত পরিবেশন করেন নির্ঘোষ নিক্বণ এর শিল্পীবৃন্দ।স্বাগত ভাষণ দেন ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সম্পাদক শুভাশিস চৌধুরী।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অনুপম পাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়,ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ তমাল মজুমদার,মহকুমা শাসক প্রদীপ সরকার,জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের আধিকারিক সুকান্ত মলসই, ডঃ শঙ্খশুভ্র দেবনাথ,ভাইস চেয়ারপার্সন নিতিশ দে, বিশিষ্ট সমাজসেবী প্রীতম ঘোষ সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন ডঃ শঙ্খশুভ্র দেবনাথ। পাশাপাশি,ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক তথ্যবহুল সেমিনার, যেখানে “চাইল্ড ম্যারেজ” ও “টিনেজ প্রেগন্যান্সি” বিষয়ে আলোচনা করেন ডঃ অয়ন রায়।এছাড়াও ছাত্রদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।এই দিনে ধারাবাহিকভাবে রক্তদান করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় পাঁচজন মহিলা রক্তদাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।সম্মান প্রাপ্তরা হলেন শাশ্বতী চক্রবর্তী,পৌষালী ভট্টাচার্য, মহামায়া দাস,সংঘমিত্রা দে এবং সুপর্ণা চক্রবর্তী। এছাড়াও জেলার তেরোটি ক্লাবকে রক্তদানের ক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকার জন্য সংবর্ধনা জানানো হয়।রক্তদান শিবিরে মোট ২২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন,যা অনুষ্ঠানটির মূল সার্থকতাকে প্রমাণ করে।অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাচিক শিল্পী সুকান্ত চক্রবর্তী।পুরো অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করে ঊনকোটি জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর।সার্বিকভাবে, কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের এই বর্ণাঢ্য আয়োজন রক্তদানের প্রতি জনসচেতনতা গড়ে তোলার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এমনটাই মত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।এর পূর্বেও কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের রক্তদানের প্রয়াস সফলতার শীর্ষে রয়েছে।
79