Home » ট্রান্সফরমার বোঝাই মালবাহী গাড়ি থেকে গাঁজা সহ দুই ব্যক্তি গ্রেফতার।

ট্রান্সফরমার বোঝাই মালবাহী গাড়ি থেকে গাঁজা সহ দুই ব্যক্তি গ্রেফতার।

by admin

প্রতিনিধি ধর্মনগর : বহিঃ রাজ্যে পাচারকালে বিদ্যুৎ এর ট্রান্সফরমার বোঝাই মালবাহী গাড়ি থেকে গাঁজা সহ দুই ব্যক্তি গ্রেফতার। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বেলা সাড়ে দশটা নাগাদ ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে। প্রতিদিনের মত আজও চুড়াইবাড়ি থানার সামনে থাকা, নাকা পয়েন্টে চলছিল যানবাহন চেকিং। আজ বেলা আনুমানিক সাড়ে দশটা নাগাদ একটি ছয় চাকা বিশিষ্ট UP58AT1128 নম্বরের একটি গাড়ি আগরতলা থেকে বহিঃ রাজ্য গৌহাটির উদ্দেশ্যে যাওয়ার পথে যখন চুড়াইবাড়ি থানার সামনে আসে। চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে গাড়িটিকে আটক করেন। পরবর্তীতে খবর দেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই ও জেলা পুলিশ সুপার অবিনাশ রাই সহ অনান্য আধিকারিকদের। গাঁজা বোঝাই গাড়ি আটকের ঘটনার খবর পেয়ে চুড়াইবাড়ি থানাতে ছুটে আসেন সকলে। পরবর্তীতে সকলের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। গাড়িতে মজুদ করে রাখা ১০টি বৈদ্যুতিক নষ্ট ট্রান্সফরমারের ভিতর থেকে ৯৬ পেকেটে মোট ৯৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা গাড়ির চালক ও সহচালকদের। গাড়ির চালক হল অদ্রেস কুমার সাচ্চান (৪২) পিতা মৃত অশোক কুমার সাচ্চান এবং সহচালক প্রমব কুমার পিতা মৃত রামভরসা। তাদের দুজনের বাড়ি উত্তর প্রদেশ রাজ্যের কানপুর জেলার বিধু থানাধীন কানপুরনগর এলাকায়। চুড়াইবাড়ি থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করে। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গাঁজা গুলি আগরতলার খয়েরপুর বাইপাস থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করবে চুড়াইবাড়ি থানার পুলিশ।

You may also like

Leave a Comment