Home » হেজামারায় উদ্বোধন হলো সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত পাকা ভবনের।

হেজামারায় উদ্বোধন হলো সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত পাকা ভবনের।

by admin

প্রতিনিধি মোহনপুর:-হেজামারায় উদ্বোধন হলো সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত পাকা ভবনের। বিদ্যাজ্যোতি প্রকল্পে নির্মাণ করা হয়েছে এই পাকা ভবন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ফিতা কেঁটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই নতুন পাকা বাড়ির উদ্বোধন করেছেন এই দিন।
হেজামারা ব্লক এলাকার মধ্যে সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুল একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টিকে বিদ্যা জ্যোতি বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারই অঙ্গ হিসেবে নির্মাণ করা হয়েছে নতুন পাকা ভবন। যা নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। আর ডি দপ্তর এই নতুন পাকা বাড়িটি নির্মাণ করেছে। এই দিন এই বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার চাইছে গুণগতমানের শিক্ষা দিয়ে ছেলেমেয়েদের আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে। এই দৃষ্টিভঙ্গিতেই বর্তমানে ছেলে-মেয়েদের পঠন-পাঠনের কাজ চলছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন পড়াশোনা করে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই চলবে না। একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। ছেলেমেয়েদের ড্রাগসের নেশা থেকে দূরে থাকার জন্যও অনুপ্রাণিত করলেন মন্ত্রী। বললেন বর্তমান সমাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ড্রাগ। এই সমস্যা থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিনের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রুপন রায়, মহকুমা শাসক সুভাস দত্ত সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment