Home ত্রিপুরা উদ্ধোধনের অপেক্ষায় স্কুল বিল্ডিং

উদ্ধোধনের অপেক্ষায় স্কুল বিল্ডিং

by admin
0 comment 64 views

প্রতিনিধি কৈলাসহর:-সরকারী অর্থানুকল্যে এবং বিধায়ক ভগবান দাসের প্রচেষ্টায় দক্ষিণ ঊনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত শান্তিপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে ৬ কক্ষ বিশিষ্ট নতুন দালান ঘর তৈরী হয়ে উদ্বোধনের প্রহর গুনছে।জানা যায়,আগামী কিছুদিনের মধ্যেই এই সুদৃশ্য বিল্ডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।যা উন্মুক্ত করে দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য।

Related Post

Leave a Comment