Home » মহাকুমা ভিত্তিক জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন

মহাকুমা ভিত্তিক জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন

by admin

জলেফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় স্থানীয় কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরু হয় শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা অ়ংশ গ্রহন করে। এরপর জলেফা কমিনিউটি হলে আলোচনা সভা ও মহকুমা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান বক্তা অবসর প্রাপ্ত শিক্ষক সুনীল দেবনাথ মহাশয় বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে ছাত্র ছাত্রীদের ধারণা দেন। টলমি থেকে গ্যালিলিও পযন্ত জ্যোতি বিজ্ঞানের অগ্রগতির আলোচনা করেন। জ্যাতি বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্র এর মধ্যে পার্থক্য বুঝিয়ে বলেন। ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানান। আলোচনা করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত শান্তি ত্রিপুরা। তার আগে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সহদেব দেবনাথ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক দেবাশীষ মজুমদার।এরপর শুরু হয় মহকুমা ভিত্তিক বিদ্যালয়গুলিকে নিয়ে আকর্ষণীয় ক্যুইজ প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাব্রুম ই়ংলিশ মিডিয়াম স্কুল, দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সাবরুম বয়েজ স্কুল এবং নং ২ জলেফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সমস্ত অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন জলেফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী টিংকুরঞ্জন দাস

You may also like

Leave a Comment