Home » ২৬ আশারামবাড়ী বিধানসভায় মথা ও সিপিএম দলে ভাঙ্গন।

২৬ আশারামবাড়ী বিধানসভায় মথা ও সিপিএম দলে ভাঙ্গন।

by admin

২৬ আশারাম বাড়ী মন্ডল কৃষাণ মোর্চার উদ্যোগে বন বাজার নাট মন্দিরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।এদিনের এই যোগদান সভায় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ও তিপরা-মথা দল থেকে ২৪ পরিবারের ৭১ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দরা।এদিনের এই যোগদান সভায় মুখ্য আলোচক ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর কুমার দাস।বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রার্থীর জামানত জব্দ হবে। দলে দলে ভোটাররা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিজেপি দলে শামিল হচ্ছেন।একটা সময় এই আশারামবাড়ী কেন্দ্রে সেরকম কোন উন্নয়ন লক্ষ্য করা যেত না। বর্তমানে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার ফলে , সেখানে উন্নয়নে জোয়ার বইছে। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ও দেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এলাকার উন্নয়নসহ বিকশিতা ভারত গঠনে সক্ষম হবে এমনটাই প্রত্যাশা দলত্যাগিদের। এই দিন ১৪ পরিবার থেকে সিপিএম সমর্থিত ও তিপরামথা থেকে ১০ পরিবার সর্বমোট ২৪ পরিবারের ৭১ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হন। এদিন দল ত্যাগিরের মধ্যে উল্লেখযোগ্যরা হল সিপিএম যুব সংগঠনের নেতৃত্ব সুকান্ত ঘোষ, দীপক ধর, শৈলেন নমঃশূদ্র , তিপরা মথা দলের নেতৃত্ব গোবিন্দ চন্দ্র বণিক, সুবীর নমঃশূদ্র সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী, আশারাম বাড়ী মন্ডলের মন্ডল সভাপতি প্রদীপ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।

You may also like

Leave a Comment