62
- প্রতিনিধি, উদয়পুর :- রাজ্যে বর্তমানে চলছে উৎসবের মরসুম । দুর্গাপূজার পরে এবার অনুষ্ঠিত হলো দেবী লক্ষ্মীর পুজো । গোমতী জেলার উদয়পুরে প্রতিটি ঘরে ঘরে পূজিত হয় দেবী লক্ষ্মী । এই বছর উদয়পুরে ব্যতিক্রমী লক্ষ্মীবাজার দেখতে পাওয়া যায় । বন্যার কারণে বিভিন্ন গ্রামীন এলাকাগুলি প্লাবিত হয়েছে এর ফলে ক্ষতির শিকার হয়েছে মৃৎশিল্পীরা । তারফলে প্রতিমা তৈরিতে অনেকটাই সমস্যায় পড়তে হয় মৃৎশিল্পীদের । এর ফলে উদয়পুর বাজারে ৫০০ থেকে ১০০০ টাকা এবং ২০০০ টাকা পর্যন্ত লক্ষ্মীর প্রতিমা বিক্রি করা হয় । অন্যদিকে ফলের দাম ছিল উর্ধ্বগতি । শসার কেজি ছিল ১০০ টাকা দরে । লক্ষ্মীর নাড়ু তৈরি করতে গিয়ে গুড়ের দাম দিতে হয়েছে ১৪০ টাকা দরে । তারপরেও প্রতিটি ঘরে দেবী লক্ষ্মী পূজিত হয় । অন্যদিকে উদয়পুরে বাজির বাজারে ব্যাপক দাম দেখতে পাওয়া যায় বিভিন্ন বাজির । সবমিলিয়ে ধনদেবী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে প্রতিটি সনাতনী হিন্দু ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পূজা জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এক আনন্দ কোন উৎসবমুখর হয়ে উঠেছে গোটা উদয়পুর।