গর্ভবতী 13 বছরের শিশু কন্যা, থানায় মামলা দায়ের।অভিযুক্ত গ্রেফতার ঘটনার বিবরণে জানা যায় খোয়াই মহকুমায় চাম্পাহাওর থানাদিন গোপালনগর এলাকার সুবীর কুন্ড(২৭) পিতা নিপেন্দ্র কুণ্ড। গত ৯ মাস আগে উক্ত এলাকার এক 13 বছরের শিশু কন্যার সাথে পাশবিক লালসা চরিতার্থ করে। এবং উক্ত নাবালিকা গত দুইদিন আগে তার আত্মীয়র বাড়ি কমলপুরে বেরানির উদ্দেশ্যে যায় । সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে,সাথে সাথে থাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারবাবু বলেন তার গর্ভে সন্তান রয়েছে। এই ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন বিষয়টি নিয়ে চাম্পাহাউর থানার দ্বারস্থ হন এবং মামলা দায়ের করেন। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাম্পা হাওড় থানায় দাইয়ের কৃত মামলার নম্বর ১৫/২৪। ভারতীয় দন্ড বিধির সিক্সটি ফোর বি এন এস অফ পক্সসো এক্ট ২০১২ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র খোয়াই জুড়ে।
গর্ভবতী 13 বছরের শিশু কন্যা, থানায় মামলা দায়ের।অভিযুক্ত গ্রেফতার
39