তেজপুর, আসাম :– বুধবার লংতরাই-এর উদ্যোগে “তেজপুর রিটেইলার্স মিট ২০২৫” এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।অনুষ্ঠানের সভাপত্বিত করেন লংতরাই-এর তেজপুর ডিস্ট্রিবিউটর শ্রী দেবাশীষ রোকশিট, প্রধান অতিথির আসন অলংকৃত করেন তেজপুর নর্থ ইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সেক্রেটারি শ্রী রাজু ভাটি। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন সোনিতপুর জার্নালিস্ট ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রী সঞ্জীব হাজারিকা এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন শ্রী বিনয় জৈন।কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরাই এর কর্ণধার রতন দেবনাথ, জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ, জোনাল ম্যানেজার শুভ রঞ্জন দাস, রিজিওনাল ম্যানেজার পলাশ সরকার এবং বাস্তব চ্যাংককটি সহ অন্যান্য কর্মকর্তাগণ।অনুষ্ঠানে প্রায় ১৩৫ জন রিটেইলার, ডিলার ও ডিস্ট্রিবিউটর অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি ওনাদের ভাসনে লংতরাই-এর এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানান। সম্মানিত অতিথি উনি তার বক্তব্যের মধ্যে দিয়ে সকল রিটেইলারস এবং ডিলারস দের লংতরাই মসলা বাজারজাত করার আহব্বান জানান এবং তার বিভিন্ন দিক গুলি তুলে ধরেন।
লংতরাই এর কর্ণধার শ্রী রতন দেবনাথ ওনার ভাষণে কোম্পানির ইতিবৃত্ত তুলে ধরতে গিয়ে এক দারুন মনোজ্ঞ আলোচনা করেন। লংতরাই এখন শুধু ত্রিপুরার জন্যই প্রসিদ্ধ নয় গোটা উত্তরপূর্ব ভারতের এক অনন্য নাম হতে চলছে। উনি আশা করছেন আর অল্প কিছুদিনের মধ্যে লংতরাই প্রতিটি পরিবারের গৃহিণীদের মন জয় করে নেবে। লংতরাই প্রোডাক্ট শুধুমাত্র মশলার মধ্যেই সীমাবদ্ধ নেই তার মধ্যে রয়েছে তেল, ঘি, চাউল ইত্যাদি সহ আরো প্রায় ১২০টি প্রোডাক্ট। উনি আরো বলেন লংতরাই বর্তমানে ত্রিপুরা থেকে আসাম, পশ্চিমবঙ্গ থেকে বিহার, এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও লংতরাই-এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে।
রিটেইলারদের মধ্য থেকে অনেকে আলোচনা করতে গিয়ে লংতরাই গুণমান নিয়ে খুব প্রশংসা করেন এবং অল্প কিছুদিনের মধ্যে নগাঁও স্থিত বাজার গুলিতে এক বিশাল প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেন এবং আগামীদিন ওনারা লংতরাই ব্রান্ডের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ।
লংতরাই-এর উদ্যোগে “তেজপুর রিটেইলার্স মিট ২০২৫” এক জমকালো অনুষ্ঠান
118