প্রতিনিধি, তেলিয়ামুড়া। ২২শে অক্টোবর।তেলিয়ামুড়া তুইচিন্দ্রাই বাজার উৎসব কমিটি ৮৮ প্রহর (১১ দিন ) ব্যাপী হরিনাম সংকীর্তনের প্রাক মুহর্তে আজ ২২শে অক্টোবর ২০২৪ইং মঙ্গলবার বেলা ১২টায় এক ভাব গম্ভীর পরিবেশে “ধর্মসভা” অনুষ্ঠিত হয়। এই ধর্মসভার
উদ্ভোধন করেন শ্রীমৎ রামানন্দ গোস্বামী, শ্রীশ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রম, তেলিয়ামুড়া।বেদ বিদ্যালয়ের ছাত্রদের কর্তৃক বেদ পাঠের মাধ্যমে এবং অতিথিবর্গ কর্তৃক মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুভারম্ভ করাহয়।
ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী রায়, মাননীয়া মুখ্য সচেতক, ত্রিপুরা বিধানসভা, ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমৎ সত্যানন্দ ব্রহ্মচারী, ভোলাগিরি আশ্রম, কুঞ্জবন, আগরতলা। শ্রীমৎ শ্যাম সুন্দর দাস কাঠিয়াবাবা, বড়জলা কাঠিয়াবাবা আশ্রম, আগরতলা।
শ্রীমৎ সনাতনদাস গোস্বামী, মহা-নির্দেশক, ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী। শ্রীমৎ শ্যাম সুন্দর ব্রহ্মচারী, (ভক্তি শাস্ত্রী কীৰ্ত্তন শিল্পী) জগন্নাথবাড়ী, আগরতলা।
শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী, তপোবন আশ্রম, আগরতলা। শ্রীমৎ শশীকান্ত পান্ডে, সংগঠন মন্ত্রী, বিশ্বহিন্দু পরিষদ, ত্রিপুরা প্রান্ত।
সভাপতি: শ্রী মন্টু ভৌমিক, সভাপতি, উৎসব কমিটি। আজকের ধর্ম সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, আজ বিভিন্ন জায়গাতেই সনাতনী ধর্মের উপর নানান ভাবে আঘাত আসছে। এই সংকট মুহূর্তে সমস্ত সনাতনীদের আরো বেশি করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। সনাতনীদের আরো বেশি করে ঐক্যবদ্ধ করতে এ ধরনের ধর্ম সভার বিশেষ গুরুত্ব রয়েছে। আরো বেশি করে ধর্মসভা আয়োজন করার জন্য অনুষ্ঠানে উপস্থিত ধর্মগুরুদের প্রতি আবেদন রাখেন শ্রীমতি কল্যানি সাহা রায়। আজকের ধর্ম সভায় বহুদূর দুরান্ত থেকেও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তেলিয়ামুড়ায় ধর্মসভায় ব্যাপক অংশের মানুষের উপস্থিত।
54
previous post