Home » কাউন্সিল অফ তিপ্রাসা হদার উদ্যোগ প্রতিবাদ মিছিলের প্রস্তুতি সভা ।

কাউন্সিল অফ তিপ্রাসা হদার উদ্যোগ প্রতিবাদ মিছিলের প্রস্তুতি সভা ।

by admin

 প্রতিনিধি শান্তিরবাজার :জনজাতিদের প্রতি অমানবিক একাধিক ঘটনার, এবং প্রতিবাদে আগামী ২৭ অক্টোবর প্রতিবাদ মিছিলে নামছেন কাউন্সিল অফ তিপ্রাসা হদা। এই প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে আজ শান্তিরবাজার মহকুমা অন্তর্গত সালথাং মনু দখল সিং রিয়াং পাড়ায় সংগ্রংমা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের দক্ষিণ জেলা কাউন্সিল অফ তিপ্রাসা হদার নেতৃত্বদের নিয়ে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় জনজাতিদের একাধিক জনকল্যাণমুখী দাবির ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হয়। জনজাতিদের একাধিক সমস্যা নিরসনের দাবিতে আগামী ২৭ শে অক্টোবর প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বীরচন্দ্রনগর বাজারে। আজকের এই কাউন্সিল অফ তিপ্রাসা হদার সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিল আফ তিপ্রাসা হদার রাজ্য কমিটির সহ-সভাপতি খনারাম রিয়াং, এছাড়া উপস্থিত ছিলেন তিপ্রাসা হদার সংগঠনের দক্ষিণ জেলা কনভেনার সুনীল মুড়াসিং, রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খবারাম রিয়াং, ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক বিদু দেববর্মা, মক সম্প্রদায়ের সমাজপতি রোংলা মগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment