প্রতিনিধি, উদয়পুর :- কাঁকড়াবন- উদয়পুর সড়কে সেতুর উপর যান চলাচল বন্ধ করে দিয়েছে গোমতী জেলা প্রশাসন । শনিবার থেকে বন্ধ করা হয়েছে এক নির্দেশিকার মধ্য দিয়ে । কেন কাকরাবন সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে ? এই নিয়ে সরজমিনে খোঁজ নেয় আমাদের প্রতিনিধি । জানা যায় , সোনামুড়া সীমান্তপুরের সাথে বাণিজ্যিক কাজকর্ম শুরু হবে আগামী দিনে। এর ফলে পণ্যবাহী লরি কাকরাবন সেতুর উপর দিয়ে চলাচল করবে । পাশাপাশি কাকরাবন সড়কটিকে আরো বড় আকারে তৈরি করা হবে। কিন্তু কাকরাবন সেতুটির ক্ষমতা কতটুকু রয়েছে বিশাল আকার পন্যবাহী লরির ওজন ধারণ করতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ দানা বাদে ইঞ্জিনিয়ারদের মধ্যে । ২০০৪ সালে এই সেতুটি তৈরি করা হয়েছিল । তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে কুড়িটি বছর । সেতুটি দৈর্ঘ্যে রয়েছে ১২৭ ফুট ও পাশে রয়েছে সাত দশমিক ৫০ ফুট । বর্তমানে এই সেতুর ক্ষমতা কতটুকু রয়েছে তা দেখার জন্য জেলা প্রশাসন এক নির্দেশিকা জারি করে। আগামী ২৩ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল । আগামী একশো কুড়ি ঘন্টা তার পরীক্ষা-নিরীক্ষা চলবে। শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছে সেতুর পরীক্ষার কাজ । ইতিমধ্যেই সেতুর ২ পাশে বালির বস্তা ও পুলিশের বেরিগেইট দিয়ে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে । যদি সেতুটি সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে বিকল্প কোন আর সেতু তৈরি হবে না বলে জানা গিয়েছে। অন্যদিকে যদি পরীক্ষায় কোন ধরনের ভালো রিপোর্ট না আসে তাহলে আরো একটি সেতু নির্মাণ করা হতে পারে তার পাশে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে । কাঁকড়াবনে সেতুর উপর যান চলাচল বন্ধ রাখার ফলে সমস্যায় পড়েছে দূরপাল্লার যাত্রীরা । বর্তমানে আগামী পাঁচ দিন দূরপাল্লার যাত্রীরা অন্য সড়ক ধরে উদয়পুর এবং সোনামুড়া ও মেলাঘরে যেতে হবে বলে জেলা প্রশাসন থেকে মাইকিং করে জানানো হয়েছে । প্রতিদিন নানারকম ভাবে সেতুটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানা যায় ইঞ্জিনিয়ারদের সূত্রে। সেতু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কোন ধরনের যাতে সমস্যা সৃষ্টি না হয় তার জন্য পুলিশের নাকা পয়েন্ট বসানো হয়েছে কাকরাবন সেতুর পাশে ।
65
next post