Home » বিয়ের মণ্ডপে যুবককে মারধোর

বিয়ের মণ্ডপে যুবককে মারধোর

by admin

রবিবার দুপুরে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায় অফিসটিলার সাগর চক্রবর্তী।রাত আটটা নাগাদ বিয়ের অনুষ্ঠানে সিপিআইএম কর্মী সমর্থকরা একত্রিত হয়ে সাগরকে কাছে পেয়ে বেধড়ক মারধর করে।তাদের অভিযোগ সাগর সিপিআইএমের বেশ কয়েকটি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে।তারা তাকে চিনতে পেরেছে। ফলে তার উপর এই আক্রমণ।অপরদিকে সাগরের বন্ধু এবং তার আত্মীয়-স্বজনদের ঘরে আটকে রাখে শাসকদলীয় কর্মী সমর্থকরা ফলে তারা কেউই সাগরকে বাঁচাতে এগিয়ে আসতে পারেনি।একটা সময় সাগর সুযোগ বুঝে তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে জঙ্গলে আশ্রয় নেয়।রাত দুটো নাগাদ সে অফিসটিলা বাড়িতে উঠে।তার এই অবস্থা দেখে তার মা-বাবা হতচকিত হয়ে পড়ে। তাই সোমবার সকালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাগরের মা জানান সে আক্রমণকারীদের প্রত্যেককেই চিনতে পেরেছে ফলে তাদের নামধাম বিস্তারিত জানিয়ে বিশালগড় থানায় মামলা দায়ের  করা হয়েছে।

You may also like

Leave a Comment