প্রতিনিধি মোহনপুর:-“কৃষক হচ্ছে আমাদের লক্ষ্মী। কৃষক আমাদের অন্নদাতা। তাইতো মোদি সরকার ক্ষমতায় আসার পর কিষান সম্মান নিধির সূচনা করেছেন। অন্যদিকে বাম আমলে এই রাজ্যে মোদি সরকারের নির্মাণের জন্য যে অর্থ পাঠাতো সে অর্থ গিলে খেত বাম নেতারা। এটাই পরিবর্তন”। রবিবার বামুটিয়া বিধানসভা এলাকার গান্ধীগ্রামে ওয়ান নাইট ওয়ান মন্ডল কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্য সভায় বলছিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক।
মন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে বিজেপি বামোটিয়া মন্ডলের উদ্যোগে নবগ্রাম এলাকা থেকে একটি সুবিশাল রেলির সূচনা করা হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীগ্রাম বাজারে এসে সমাপ্ত হয় এই রেলি। এখান থেকে গান্ধী গ্রাম বাজারেই অনুষ্ঠিত প্রকাশ্য সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন সিপিআইএম দলকে এক হাত নিলেন। তিনি বলেন পূর্বতন সরকারের সময়ে কৃষকরা সামান্য কৃষি ঋন আনতে গেলেও জমির পর্চা নিয়ে পার্টি অফিসে ছুড়তে হতো। পার্টির নেতাদের ইচ্ছে হলে সেই ঋণ মঞ্জুর হতো। আর না হলে কৃষকরা হননি হয়ে ঘুরতো। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের সম্মান জানিয়ে বছরের ৬০০০ টাকা কিষান সম্মাননিধি হিসেবে তাদের একাউন্টে কোন নেতার হস্তক্ষেপ ছাড়াই পৌঁছে দিচ্ছে। মন্ত্রী আরও বলেন রাজ্যের গরিব মানুষদের অধিকার সুনিশ্চিত হয়েছে বিজেপি আইপি একটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। বর্তমানে রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান সঠিক মূল্য দিয়ে ক্রয় করে নিচ্ছে সরকার। যার মধ্য দিয়ে কৃষকদের আয় বৃদ্ধি হওয়ার পাশাপাশি উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে এই রাজ্যের কৃষকরা। এ সমস্ত বিষয়কে কেন্দ্র করে আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এবং রাজ্যে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান করলেন প্রতিমা ভৌমিক। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামোটিয়া মণ্ডল সভাপতি বিজু পাল, বামুটিয়ার বিধায়ক কৃষ্ণ ধনদাস, সদর গ্রামীণ জেলা সভাপতি অসিত রায় এবং অন্যান্যরা।
বামুটিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি প্রকাশ্য সভা
127
previous post