Home » এক নেশা কারবারি গ্রেফতার বিশালগড় থানা পুলিশের হাতে

এক নেশা কারবারি গ্রেফতার বিশালগড় থানা পুলিশের হাতে

by admin

পাঁচ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ বিশালগড় থানা পুলিশের হাতে রবিবার গভীর রাতে মধ্যব্রজপুর থেকে গ্রেফতার এক নেশা কারবারি, সোমবার বিশালগড় থানার ওসি দুপুর ২ টায় সংবাদ মাধ্যমে দরস্ত হয়ে এমনটি জানান, গোপন খবরে ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মধ্যব্রজপুর সুমন সরকার বাড়িতে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ নেশা কারবারি সুমন সরকারকে গ্রেফতার করে বিশালগড় থানায় নিয়ে আসেন জানাযায় সুমন সরকার দীর্ঘদিন যাবত প্রশাসন কে ফাঁকি দিয়ে নেশা জাতীয় ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট বিক্রি করা যাচ্ছেন ররিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ নেশা কারবারিকে গ্রেফতার করেন সংবাদমাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় থানার ওসি বাদল সাহা

You may also like

Leave a Comment