Home » ৫ শতাধিক ভোটার অন্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন

৫ শতাধিক ভোটার অন্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন

by admin

প্রতিনিধি কৈলাসহর:-বাম কংগ্রেসের অবৈধ জোটের প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রমশই দলত্যাগ হচ্ছে পাবিয়াছড়ায়।সম্প্রতি পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় একাধিক জনসভার মাধ্যমে প্রায় ৫ শতাধিক ভোটার অন্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। সিপিএম কংগ্রেসের সংগঠনকে তাসের ঘরের মতো ভেঙ্গে দিচ্ছেন বিধায়ক শ্রী দাস।প্রতিদিন কোথাও না কোথাও যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সভার মাধ্যমে শয়ে শয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজের প্রতি অগাধ বিশ্বাস রেখে এবং দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় সমাজের অন্তিম ব্যক্তির কাছে উন্নয়নের কাজ পৌঁছানোর যে দায়বদ্ধতা নিয়ে কাজ করছে সেই সংকল্পের প্রতি আস্থা রেখেই বিরোধী শিবির থেকে শাসক শিবিরে যোগ দিচ্ছেন তাবড় রাজনৈতিক নেতারা।গতকাল পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে পাবিয়াছড়া বাজারে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।এই জনসভার মাধ্যমে প্রায় শতাধিক ভোটার সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।তারমধ্যে প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য থেকে শুরু করে সেবা দলের নেতৃত্বরা যোগদান করেছেন বলে জানা গেছে। এই সভায় বিধায়ক ভগবান দাস ছাড়াও মন্ডল সভাপতি কার্তিক দাস,জেলা সভাপতি পবিত্র দেবনাথ এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এই চলতি সপ্তাহে মাছমাড়া বাজারে ৬৪ জন ভোটার সিপিএম কংগ্রেস থেকে যোগদান করেন। অনুরূপভাবে সোনাইমুড়ি এলাকায় জনসভার মাধ্যমে ৭৭ পরিবার বামগ্ৰেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।একই ভাবে বেতছড়া বাজারে তিনটি শক্তি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত প্রকাশ্য জনসভায় সিপিএম কংগ্রেস এবং অন্যান্য দল ছেড়ে ১২৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। জোট আমল এবং তার পরবর্তী সময়ে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল ত্রিপুরায়,আজ তাদের মধ্যেই যে মাখামাখি চলছে সেটাকে সাধারণ কর্মী সমর্থকরা ভালোভাবে নিতে পারেননি। তাই আদর্শগত অবস্থান থেকে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি বিশ্বাস রেখেছেন।

You may also like

Leave a Comment