প্রতিনিধি , উদয়পুর :- ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা কার্যালয়ে জেলা সভাপতি অভিষেক দেবরায়ের সভাপতিত্বে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও আগামী দিনের কর্মসূচি সফল করতে অনুষ্ঠিত হয় জেলা কমিটির এক বৈঠক । এই বৈঠকে ছিলেন , বিজেপি প্রদেশ কমিটির অন্যতম সহ-সভাপতি বিমল চাকমা , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় ও জেলা মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং মন্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এছাড়াও ছিলেন অমরপুর নগর পঞ্চায়েত ,উদয়পুর পৌর পরিষদ ও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন গণ সহ প্রমূখ । এই দিনের বৈঠকে গোমতী জেলার সাথে বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে দলের পক্ষ থেকে যে সকল কর্মসূচি গুলি দেওয়া হবে সেই সকল কর্মসূচি গুলি যেন প্রতিটি মন্ডল স্তরে সফল করা হয় সেদিকে নজর দিতে হবে মন্ডল সভাপতিদের । পাশাপাশি আগামী দিনে দলীয় প্রচারকে সামনে নিয়ে আসতে হবে। ছোট থেকে বড় সমস্ত অংশের নেতৃত্বদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে প্রতিটি এলাকায়। এই সকল সভা গুলি যেন জোরদার ভাবে প্রচার করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এদিন জেলা সভাপতি বলেন পৌর এলাকাগুলি ও নগর পঞ্চায়েত এলাকাতে আরো বেশি করে উন্নয়নের কাজ করতে হবে। গোটা সভায় দলীয় কর্মসূচির উপর জোর দেয় নেতৃত্বরা ।
114
previous post