প্রতিনিধি , উদয়পুর :- বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সদা তৎপর। তারই ফলস্বরুপ মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত মালসাদু এবং ডুকসিন পাড়া এলাকার জনগণের এই দুটি এলাকায় যেতে প্রচন্ড সমস্যা হতো উন্নত রাস্তা না থাকার কারণে । কেননা এই এলাকা দুটিতে রাস্তা না থাকার দরুন যোগাযোগ ব্যবস্থায় প্রায় বিচ্ছিন্ন। যার কারণে এই এলাকার জনগণের এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে প্রায়ই ১৪ থেকে ১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হতো এবং এই এলাকার জনগণদের রেশন সামগ্রি সংগ্রহ থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় কাজ করতে অসুবিধা হতো। আর এই অসুবিধার কথা চিন্তা করেই প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয় করে এই এলাকা দুটির যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করতে একটি রাস্তা ও ভেলি ব্রিজ তৈরি করার কাজ প্রায় শুরু করা হয়ে গেছে এবং যার মাধ্যমে মাত্র দুই থেকে তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই এলাকার জনগণ এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারবে এবং উনাদের প্রয়োজনীয় কাজ করতে আর কোন অসুবিধা হবে না।
শুক্রবার পিডব্লিউডি দপ্তরের এসডিও এবং আরডি দপ্তরের এসডিও , এলাকার জনপ্রতিনিধি বিধায়ক অভিষেক দেবরায় ও জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজন সেন সহ সংশ্লিষ্ট রাস্তাটি পরিদর্শন করেন এবং এলাকার সকলকে আশ্বাস প্রদান করেন খুব কম সময়ের মধ্যে রাস্তার কাজটি সম্পন্ন হয়ে যাবে। বিধায়কের উদ্যোগে এলাকার এই ধরনের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে উপজাতি মহল ।
উপজাতি এলাকার পাহাড়ি রাস্তা পরিদর্শন করলেন বিধায়ক
83
previous post