60
- প্রতিনিধি, উদয়পুর :- শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এক উৎসবের আনন্দ মেতে উঠেছে । দুর্গাপূজাকে কেন্দ্র করে মাতাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় নিজের উদ্যোগে ৩১ নং বুথ ও ৩২ নং বুথ এবং ৩৩ নং বুথের অন্তর্গত চন্দ্রপুর বেলতলী বাজার প্রাঙ্গণে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় । বিধায়ক জানান , গোটা বিধানসভা কেন্দ্রের সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে এভাবে বস্ত্র উপহার হিসেবে । তার কারণ গত আগস্ট মাসে ঘটে যাওয়া এক বন্যার সাক্ষী হয়েছিল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র। একদিকে আর্থিকভাবে ভেঙে পড়েছে এলাকা। তারমধ্যে বড় উৎসব দুর্গাপূজা দৌর গোড়ায়। সকলের জন্য এবারে দুর্গাপূজায় দুঃখ – দুর্দশা হলে আনন্দে মেতে উঠতে পারে সেদিকে লক্ষ্য রেখে বস্ত্র উপহার দেওয়া হচ্ছে । বিধায়ক অভিষেক দেবরায় বলেন , দুর্গাপূজায় নতুন বস্ত্র পরিধান করে যেন সকলে ঠাকুরের মণ্ডপে যেতে পারে সে আশীর্বাদ কামনা করেন দুর্গা মায়ের কাছে। বিধায়কের এই ধরনের উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা