প্রতিনিধি, উদয়পুর :- আগস্ট মাসে ঘটে গিয়েছে ভয়াবহ এক বন্যা । বন্যার কবলে পড়েছে কাকড়াবন বিধানসভা কেন্দ্র । এর ফলে বহু বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হয়েছে বন্যার জলে । এরমধ্যে কাকরাবন হাসপাতাল চৌমুহনী থেকে কার্য্যমনি ও মির্জা যাওয়ার বিকল্প রাস্তাটি বেশ কিছু অংশ ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় । এর ফলে চলাচলে অসুবিধা হয়ে পড়ে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের । ক্ষতিগ্রস্ত রাস্তাটি মাটি ভরাট করে পুনঃনির্মাণের কাজ চলছে । তাই সরজমিনে খতিয়ে দেখতে রাস্তার কাজ পরিদর্শন করেন কাকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার । বিধায়ক জানান , এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাস্তার কাজ শুরু হয়েছে । দূর্গা পূজার মধ্যে যাতে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে দ্রুত কাজ চলছে ক্ষতিগ্রস্ত রাস্তাটির মধ্যে । বিধায়কের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামীন এলাকার সাধারণ মানুষজন ।
65
next post