প্রতিনিধি, বিশালগড়,
গোলাঘাটিতে অনুষ্ঠিত হয় জনজাতি মোর্চার সম্মেলন। মঙ্গলবার খুমুচাক কমিউনিটি হলে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা, বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা, মন্ডল সভাপতি সমীর দেববর্মা, বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা প্রমূখ। সম্মেলনে গোলাঘাটি মন্ডলের এডিসি এলাকার ২৬ টি বুথ থেকে জনজাতি কার্যকর্তারা অংশ নেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস বলেন ২০১৮ সালে সিপিএমের অত্যাচারের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঁচিশ বছর যারা জনজাতিদের উন্নয়ন করেনি তারা আজ আবার ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন পাঁচ বছরে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে সরকার। কৃষক শ্রমিক সকলের কল্যাণ হচ্ছে। সরকারি প্রকল্প সকলের ঘরে পৌঁছে যাচ্ছে। জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা বলেন উন্নয়ন এবং শান্তি বজায় রাখতে বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে। প্রতি বুথে মানুষের সঙ্গে নিয়ে নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য কার্যকর্তাদের পরামর্শ দেন তিনি।
রাজনীতি
প্রতিনিধি, উদয়পুর :-
রাজ্য বিধানসভার ভোট ঘোষণা আগেই শাসক বিজেপির বুথ অফিস পুড়িয়ে দিলো দুষ্কৃতিকারীরা । ঘটনা সোমবার রাত একটা নাগাদ উদয়পুর সোনামুড়া চৌমুহনী সংলগ্ন জাতীয় সড়কের পাশে । অগ্নিকাণ্ডে বিজেপির বুথ অফিসের প্রচারসজ্জা পুড়ে যায় । এই ঘটনার খবর পেয়ে দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে । ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ ও উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক । এদিন বিজেপির ৩১এর ৩৪ নং বুথে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি গোমতী জেলা কমিটির সদস্য ত্রিদিব দাস অভিযোগ করেন , বুথ অফিসের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত রয়েছে কংগ্রেস ও সিপিআইএম । বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে রাধা কিশোর পর বিধানসভা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করা যায় সেদিকে প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে বিরোধী দলগুলি । ভোটের মুখে গোটা বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কর্মীরা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করে ভোটারদের মনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে । তিনি বলেন রাজ্যের জনগণ তা কখনো মেনে নেবে না । অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধী দলের যে সকল কর্মীরা যুক্ত রয়েছে তাদেরকে যেন পুলিশ আটক করে। সে আবেদন করেন তিনি । এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তপ্তের পরিবেশ বিরাজ করছে গোটা উদয়পুর শহরে জুড়ে ।
আগরতলা : রাজধানী আগরতলার খয়েরপুর বিধানসভার বিভিন্ন জায়গায় ৭টি নির্বাচনি বুথ অফিসের উদ্বোধন হয় রবিবার। এগুলির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী। বর্নাঢ্য শুভাযাত্রা এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে নির্বাচনি অফিস উদ্বোধন হয়। এই অফিস গুলির উদ্বোধনে কার্যকর্তাসহ সাধারণ মানুষের উৎসাহ ছিল লক্ষণীয়। তাছাড়া কাশিপুর ২১নং বুথে ৩ পরিবারের ১৬জন লোক সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন স্পিকার রতন চক্রবর্তী।
প্রতিনিধি, উদয়পুর :-
সোমবার বিকেলে বাগমা মন্ডলের যুব মোর্চার উদ্যোগে রাজনগর বাজারে বিজেপির এক বাজার সভা অনুষ্ঠিত হয় । এই বাজার সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায় স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ প্রমূখ । এদিনের বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় বলেন , বাম ও কংগ্রেস এই রাজ্যে জোট করে ক্ষমতায় আশার স্বপ্ন বেধেছে । যে স্বপ্ন ত্রিপুরাবাসী কখনোই পূরণ করবে না । যে সিপিআইএম দল বিগত দিনে তৎকালীন সময়ে কংগ্রেসের বহু কর্মীকে খুন করেছে বহু বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে । সেই বামেদের সাথে কংগ্রেস জোট করেছে । এই জোট করার ফলে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ভোটাররা কখনোই মেনে নিতে পারছে না । তাই বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের সামিল হতে রাজ্যের জনগণ প্রতিদিন যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে । সোমবার বিকেলে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়ের হাত ধরে সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ১৫৮ পরিবারের ৪৬৮ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে । নবাগতদেরকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন বিজেপি গোমতী জেলা সভাপতি । এইদিন বাজার সভাকে কেন্দ্র করে রাজনগর বাজারে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল সারা জাগানো ।
প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভা এলাকায় সমস্ত বুথে মকর সংক্রান্তির দিন লুট এবং কীর্তনের মাধ্যমে সমস্ত নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন হয়। বিধায়ক কৃষ্ণধন দাস মন্ডল সভাপতি বিজু পাল এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রবিবার সকাল থেকে শুরু হয় বুথ অফিস উদ্বোধনের কাজ। একের পর এক বুথ অফিসের উদ্বোধনের কর্মসূচি চলে দিনভর। আসছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা বিধানসভা এলাকায় বুথ স্তরের নির্বাচনী কাজ পরিচালনা করার জন্য উদ্বোধন করা হয় এই বোথ অফিসগুলোর। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে খুল কর্তাল এবং লুটের কীর্তনের সাথে দলীয় কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এলাকার ব্যাপক অংশের মানুষের সমর্থন কুরাতে সক্ষম হয়েছে বিজেপি বা মতিয়া মন্ডল নেতৃত্ব।
প্রতিনিধি, উদয়পুর :-
ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে মকর সংক্রান্তির সন্ধ্যায় ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের ৪২ নং নির্বাচনী বুথ অফিস এর উদ্বোধন করা হলো । এদিন সন্ধ্যা রাতে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার কে পুষ্প বৃষ্টি দিয়ে মিছিলের মাধ্যমে নির্বাচনী বুথ অফিসের সামনে নিয়ে আসে । পরে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করেন পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার । বুথ অফিস উদ্বোধন শেষে ভাষণ রাখতে গিয়ে পুর চেয়ারম্যান বলেন , এই ৪২ নং বুথে রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে গরীব অংশের সাধারণ মানুষকে সামাজিক ভাতা , অটল জলধারা প্রকল্পে বিনামূল্যে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে । এদিন পুর চেয়ারম্যান বলেন আগামী দিনে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর আরো ঢালাও হারে চাকরি দেবে সরকার । পৌর চেয়ারম্যান সকলের কাছে আবেদন করেন বিজেপির পদ্মফুলে ভোট দিয়ে দ্বিতীয়বার যেন সরকারকে আনা যায় সেদিকে লক্ষ্য রেখে সকলকে একত্রে কর্মীদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে । এদিন বুথ অফিস উদ্বোধন কে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।
প্রতিনিধি, বিশালগড়, ১৪ জানুয়ারি।। কংগ্রেস সিপিএমের আনুষ্ঠানিক আঁতাত প্রক্রিয়া শুরু হতেই ভূমিকম্প শুরু হয়েছে বাম শিবিরে। দীর্ঘদিনের বাম সমর্থকরা একরাশ ঘৃণা জানিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছে। শনিবার বিশালগড় এবং গোলাঘাটি বিধানসভায় ১৫৪ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। দলত্যাগীদের মধ্যে সিপিএমের প্রাক্তন প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সহ দীর্ঘদিনের বামপন্থী রয়েছে। এদিন বিশালগড় বিধানসভার অফিসটিলায় ৪১ নম্বর বুথ অফিস উদ্বোধন করে বিজেপি। এরপর তথাকথিত লালদুর্গ অফিসটিলা কালীবাড়ি মাঠে হয় সভা। সেখানে দীর্ঘদিনের সিপিএমের সমর্থিত ১৩৮ ভোটার বিজেপিতে যোগ দেন। নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে বরণ করেন বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ স্থানীয় নেতৃবৃন্দ। ভাষণে মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন সিপিএম কংগ্রেসের সুবিধাবাদী জোট এ রাজ্যের মানুষ মেনে নেবে না। তেইশের নির্বাচনে ত্রিপুরায় পশ্চিমবঙ্গের পুনরাবৃত্তি হবে। তাই এ রাজ্যের উন্নয়ন এবং শান্তি সম্প্রীতি অটুট রাখতে বিজেপির পতাকাতলে আসার জন্য বিশালগড়বাসীর কাছে আবেদন জানান তিনি। অপরদিকে গোলাঘাটি বিধানসভার পাথালিয়া বাড়ি পঞ্চায়েতের প্রাক্তন সিপিএমের প্রধান সত্যবান কর যোগ দেন বিজেপিতে। সঙ্গে ষোল ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। গোলাঘাটি মন্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের বরণ করেন। দলবদলকারী প্রাক্তন প্রধান ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলিয়েছিলেন নিষ্ঠার সঙ্গে। তিনি দলবদল করে জানান, গরিব মেহনতী মানুষের জন্য লড়াই সংগ্রাম করার কথা ছিল সিপিএমের। মানুষের স্বার্থে কাজ করতে ক্ষমতার দরকার হয়না। কিন্তু আজ শুধু ক্ষমতার লোভে নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিয়েছে সিপিএম। কংগ্রেসের মতো দলের সঙ্গে বামেদের জোট মানা যায় না। তাই রাষ্ট্র এবং নাগরিকদের কল্যাণের স্বার্থে বিজেপিতে যোগ দেন বলে তিনি জানান। মন্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত দাস বলেন এই প্রবীন অভিজ্ঞ মানুষদের আশীর্বাদ নিয়ে তাদের সঙ্গে নিয়ে তেইশে বিধানসভা বাম কংগ্রেস শুন্য করার কাজ করবো।
উদয়পুর :-
শনিবার দুপুর দুইটায় উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েতের পাশে প্রথম মহিলা পরিচালিত গ্রামীণ বাজারের শিলান্যাস এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি জামজুরি এলাকায় একটি পশু হাসপাতালেরও শীলান্যাস করেন কৃষিমন্ত্রী । একই সাথে বিধায়ক তহবিল থেকে ৬ লক্ষ ৩১ হাজার ৯০৬ টাকা ব্যয় পাকা ঘাট পরিদর্শন করেন কৃষিমন্ত্রী । পরে শিলান্যাস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন জামজুরী কৃষি প্রধান এলাকা। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত । কৃষকদের কথা মাথায় রেখে এলাকায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা । সেই সাথে এই প্রথম গোটা রাজ্যের মধ্যে মহিলা পরিচালিত গ্রামীণ বাজার আগামী দিনে হতে চলছে বলে তিনি জানান । মন্ত্রী বলেন দ্বিতল বিশিষ্ট ১১ কক্ষের মহিলা পরিচিত এই গ্রামীন বাজারটি তৈরি করতে খরচ হবে ৪৪ লক্ষ টাকা । রাজ্য সরকার এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা দেওয়ার পর এই গ্রামের উন্নতি আরও দ্রুত হারে বেড়েছে এমনটাই বলেন জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস । গোটা অনশনকে কেন্দ্র করে এলাকার বিশাল অংশে মহিলাদের উপস্থিতি ছিলো সাড়া জাগানো ।
প্রতিনিধি, উদয়পুর :-
শুক্রবার বিকেল চারটায় বিজেপি গোমতী জেলা কার্যালয়ের নব নির্মিত ভবনের শুভ দ্বার উদঘাটন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এদিন মুখ্যমন্ত্রী দলীয় কার্যালয়ে ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন , পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য বিজেপি নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিং , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , রঞ্জিত দাস , রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য , বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ প্রমুখ । এদিন দলীয় অটল ভবনের উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নাম না করে কংগ্রেসের এক বিধায়ককে তীব্র আক্রমণ শানান । মুখ্যমন্ত্রী বলেন এবারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম মুক্ত ত্রিপুরা তৈরি হবে । একই সাথে কংগ্রেসকেও জামানাথ জব্দ করবে রাজ্যের ভোটাররা । আজকের এই অটল ভবন সমস্ত বিজেপি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে । একই সাথে উদয়পুর ব্রম্মাবাড়ী এলাকার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , বিগত দিনে এই রাজ্যে কোন সন্ত্রাস ছাড়া কোন উন্নয়ন হয়নি । বিগত সরকার আন্দোলনের নামে এই রাজ্যের জনগণকে ঠকিয়েছে । কিন্তু বর্তমান সরকার শুধু রাজ্যের উন্নয়নের কথা ভাবছে । অপরদিকে কংগ্রেস নামে একটি দল বর্তমান সময়ে সিপিআইএমের সাথে জোট করে এই রাজ্যের উন্নয়নকে থমকে দেওয়ার চেষ্টা করছে । মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন যারা এখনো ভুল পথে পরিচালিত হয়ে বিরোধীদের সাথে হেঁটে চলেছেন তাদের জন্য রেলের বগি এখনো পর্যন্ত খালি রয়েছে । যদি রেল চলে যায় পরবর্তী সময় সেই বগিতে আর জায়গা পাওয়া যাবে না । এছাড়া মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে সভা করে জানিয়ে দিয়েছেন আগামী দিনে এই রাজ্যে সরকার গঠন করবে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি । রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পঞ্চাশের অধিক আসন নিয়ে সরকারে ফিরছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই দিনের ভাষণে দলের কর্মীদের মধ্যে এক উচ্ছ্বাস নিয়ে আসে । পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ভাষণ শেষে দলীয় অফিসের ফিতা কেটে সমস্ত কক্ষ ঘুরে দেখেন । সেই সাথে গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় কে সভাপতির আসনে নিজ হাতে বসিয়ে দেন মুখ্যমন্ত্রী । এদিন গোমতী জেলায় নতুন দলীয় অফিস উদ্বোধন কে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।
প্রতিনিধি মোহনপুর:-উদ্বোধন হলো বামুটিয়া কৃষি মহকুমা ও কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ের। বামুটিয়ার দুর্গা বাড়িতে অস্থায়ীভাবে শুরু হলো এই দপ্তরের কাজ। বিধায়ক কৃষ্ণধন দাস আনুষ্ঠানিকভাবে দপ্তরের উদ্বোধন করেন। বিধায়ক জানান এই এলাকার কৃষকদের জন্য এই প্রতিষ্ঠান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করার উদ্যোগ নিয়েছিল। যার বাস্তবায়ন হয়েছে এদিন।
বাবুটিয়া বিধানসভা এলাকায় একটা বড় অংশের মানুষ জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের সাথে সরাসরি জড়িত। দীর্ঘ বছর যাবত মোহনপুর কৃষি মহাকুমার সাথেই যুক্ত ছিল বামুটিয়া এলাকা। এলাকার বৃহত অংশের কৃষকদের দাবি ছিল বামুটিয়া ব্লককে কেন্দ্র করে একটি পৃথক এগ্রি সাব ডিভিশন করা হোক। মূলত ২০১৮ সালে নতুন সরকার গঠিত হওয়ার পর এই নিয়ে বর্তমান বিধায়ক কৃষ্ণধন দাস তৎপরতা শুরু করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শ্রীদাস বলেন রাজ্য সরকারের কৃষি মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়ের কাছে বিধায়ক আবদার করেছিলেন এলাকার কৃষকদের উন্নয়নে আর কি করা যায়। এই আবদারের মন্ত্রী সাড়া দিয়ে এলাকার কৃষকদের জন্য পৃথক বামুটিয়া এগ্রি সাব ডিভিশন ঘোষণা করে দিয়েছেন বলে জানান বিধায়ক। এই প্রতিষ্ঠান এলাকায় করতে পেরে এলাকার কৃষক এবং অন্নদাতা তাদের মুখে ন্যূনতম হাসি ফুটাতে পারলেও তিনি সন্তুষ্ট হবেন বলে আশা ব্যক্ত করেন। এদিন ফিতা কেটে দপ্তরের উদ্বোধন করলেন বিধায়ক। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে এইদিন। বামুটিয়া এগ্রি সাব ডিভিশনের প্রথম এগ্রি সুপারেনটেন হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজু রবিদাস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, কৃষি অধিকর্তা শরদিন্দু দাস এবং অন্যান্যরা।