প্রতিনিধি,গন্ডাছড়া ২১ জানুয়ারি:- আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ৪৪ রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে রইস্যাবাড়ী বাজারে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল এক রেলি রইস্যাবাড়ী বাজার সহ তার আশপাশ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। শেষে রইস্যাবাড়ী বাজারে এক পথ সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, রইস্যাবাড়ী ব্লকের ভাইস চেয়ারম্যান কসরঞ্জন ত্রিপুরা,কিষান মোর্চা ধলাই জেলা কমিটির সদস্য মনোরঞ্জন ত্রিপুরা প্রমুখ। এদিনের পথসভায় বিরোধী দল ত্যাগ করে ১ পরিবারের ৪ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসের জোট রাজ্যের মানুষ কোন অবস্থাতেই মেনে নেবে না। কারণ এই দুই দলের শাসনের সময় কালে গোটা রাজ্য জুড়ে এক অরাজকতা দেখা দেয়। দিকে দিকে খুন খারাবি থেকে শুরু করে নারি নির্যাতন ছিল নিত্য দিনের ঘটনা। এই সময় শাসনের নামে শোষন করা হত। মানুষ শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারত না। এক বেলা খেলে অন্য বেলা উপোস করে থাকতে হত। এরকম একটা পরিস্থিতি থেকে অবশেষে বিজেপি ২০১৮ সালে রাজ্যের মানুষকে মুক্তি দেয়। বর্তমানে গোটা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। মানুষের কর্মসংস্থান কয়েকগুণ বেড়ে গেছে। এমতাবস্থায় মন্ডল সভাপতি উন্নয়নের ধারা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে আসন্ন বিধানসভা নির্বাচনে দিকে দিকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
৪৪ রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে রইস্যাবাড়ী বাজারে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়
by admin
written by admin
149
next post