Home » কমিউনিস্টরা কংগ্রেসের সাথে মিলে রাজ্যবাসীকে ঠকিয়েছে , বিপ্লব

কমিউনিস্টরা কংগ্রেসের সাথে মিলে রাজ্যবাসীকে ঠকিয়েছে , বিপ্লব

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২২ জানুয়ারি।। কংগ্রেস এবং সিপিএম ৭০ বছর লুন্ঠন করেছে। ত্রিপুরার নাগরিকদের ঠকিয়েছে। তাদের পর্দার আড়ালের মিতালী আজ চোখের সামনে চলে এসেছে। মানুষের স্বতঃস্ফূর্ততা ইঙ্গিত দিচ্ছে এই অশুভ মিতালীর পতন শুধু সময়ের অপেক্ষা। সোনামুড়ায় যুব জমায়েতে কথাগুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার যুব মোর্চার সোনামুড়া মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব সম্মেলন। সাড়া জাগানো যুব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, জেলা সভাপতি শুভঙ্কর সরকার, মন্ডল সভাপতি সুপাঙ্কর দাস, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিজেপির প্রদেশ সম্পাদক জসিম উদ্দিন, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস প্রমুখ। যুব সম্মেলন কার্যত জনসমুদ্রের রূপ নেয়। ভাষণে বিপ্লব কুমার দেব আরও বলেন, রাজ্যে হাজারো খুন, ধর্ষণ, অপহরণ হয়েছে। কংগ্রেস করার অপরাধে রাজ্যন্তরী হতে হয়েছে। এই কংগ্রেস সিপিএমের মিতালি নিয়ে মানুষের মনে সন্দেহ ছিল। আজ সবকিছু জলের মতো পরিস্কার। কাদের সহযোগিতা নিয়ে সিপিএম পঁচিশ বছর রাজত্ব করেছে তা প্রমাণিত হয়েছে। কারা মিলিত ভাবে রাজ্যের সর্বনাশ করেছে তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন কৃষক শ্রমিক যুবক ছাত্র কাউকে বাদ দেয়নি। সবাই চাঁদার জুলুমের শিকার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টাকা চাঁদা নেয়নি। তিনি শুধু দিয়েছেন। ঘর, জল, বিদ্যুৎ, গ্যাস, শৌচালয় দিয়েছেন। করোনা মহামারী থেকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে জীবন বাঁচিয়েছেন। বিনামূল্যে রেশন দিয়েছেন। আর সিপিএম করোনা মহামারী পরিস্থিতিতেও চাঁদা তুলেছেন। তিনি বলেন সোনামুড়াকে মোদিজীর হাতে তুলে দিন। ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ করতে পারে একমাত্র নরেন্দ্র মোদি। ৭০ বছরের লুন্ঠনকারী দুই দল আঁতাত করেছে। ১০৩২৩ এর সর্বনাশ করেছে সিপিএম। আজ বিজেপির দেওয়া চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর নেই। কারণ স্বচ্ছ নিয়োগ নীতি চালু হয়েছে। বিপ্লব কুমার দেব আরও বলেন দুর্নীতি মুক্ত সরকার উপহার দিয়েছে বিজেপি। উন্নত সোনামুড়া গড়তে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে ত্রিপুরাকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিন। চলুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে জননী জন্মভূমি ভারতবর্ষের মঙ্গলের জন্য কাজ করি। এদিনের যুব জমায়েতে যুবকদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়। গত বিধানসভা নির্বাচনে বিজেপির সোনামুড়া বিজয় অধরা ছিল। একবারের নির্বাচনে ডাবল ইঞ্জিনের সুফল পৌঁছে দিতে সোনামুড়া থেকে পবিত্র বিধানসভায় বিজেপির প্রতিনিধি পাঠানোর সংকল্প নিয়ে কাজ করছে যুব মোর্চা থেকে শুরু করে বিজেপির সকল কার্যকর্তা।

You may also like

Leave a Comment