প্রতিনিধি,গন্ডাছড়া ২২ জানুয়ারি:- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে। এদিন অমরপুর রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত প্লেইট এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় মোহনপুর বনাম গন্ডাছড়ার মধ্যে। টসে জিতে মোহনপুর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এদিন ৫০ ওভারের ম্যাচ ৪৭ ওভারে করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে গন্ডাছড়া ৩১.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে হেমন্ত চাকমা সর্বাধিক ১৫ রান। এছাড়া শেখর দেব এবং গণেশ সাহা করে ১৪ রান। মোহনপুরের পক্ষে চিরঞ্জীব দেবনাথ ৩টি উইকেট নেন। এছাড়া দিপেন বিশ্বাস এবং মিঠুন সরকার ২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর ২৬.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রতন দ্বীপ দাস অপরাজিত ২৮ রান এবং মিঠুন সরকার করে ১০ রান। গন্ডাছড়ার পক্ষে প্রলয় দাস ৪টি উইকেট লাভ করে। এছাড়া জুটন দাস এবং লিটন দাস ১টি করে উইকেট লাভ করে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এলাকার ক্রীড়ামোদী লোকজনদের মধ্যে দারুন সারা পড়ে।
ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে।
by admin
written by admin
118