প্রতিনিধি , উদয়পুর :-
মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুড়ির টিলা এলাকায় সোমবার রাতে অভিনব কায়দায় বিজেপি কর্মীদের আক্রমণ করার ঘটনায় ব্যাপক উত্তেজনা। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী । ঘটনার বিবরনে জানা যায় এদিন রাতে দুই বিজেপি কর্মী দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে মুড়ির টিলা এলাকায় আসতেই পূর্ব পরিকল্পনা মাফিক রাস্তার মধ্যে প্যারাগ পুতে দুজনকে আক্রমণ করে। অভিযোগ সিপিএম দলের কর্মীরা তাদের আক্রমণ চালিয়েছে বলে। পরবর্তীতে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে যায়। তাতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং আক্রান্ত দুই বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। অভিনব কায়দায় বিজেপি কর্মীদের আক্রমণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।