আসন্ন বিধানসভা নির্বাচনে ৪৪ রাইমাভ্যালী উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী পবিন ত্রিপুরা শুক্রবার মনোনয়নপত্র জমা দেন। এর আগে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে বিশাল এক মিছিল বের করে। মিছিলটি মহকুমা শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া মহকুমা শাসক অফিস সংলগ্ন ব্যারিকেটের সামনে এসে জড়ো হয়। এরপর প্রার্থী পবিন ত্রিপুরা সহ পাঁচজনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসার অরিন্দম দাসের নিকট মনোনয়নপত্র জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সন্তোষ চাকমা, পার্টি জেলা কমিটির সদস্য তথা শ্রমিক নেতৃত্ব সুশান্ত হাজারী, পার্টি মহকুমা নেতৃত্ব সুমতি রঞ্জন চাকমা, বিশ্বজিৎ সরকার। মনোনয়নপত্র জমা শেষে সিপিআইএম প্রার্থী পবিন ত্রিপুরা জানান আসন্ন নির্বাচনে রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তি সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে তাদের এই লড়াই। প্রার্থী আশা ব্যক্ত করে বলেন এই লড়াইয়ে তারা জয়ী হবেন। প্রার্থী পবিন ত্রিপুরা জানান যারা গত বিধানসভা নির্বাচনের পর ঘর থেকে বের হতে পারছিল না, কথা বলার অধিকার ছিল না আজ তারা স্বইচ্ছায় ঘর থেকে বেরিয়ে সিপিএম প্রার্থীকে সমর্থন করতে আসে। তিনি বলেন কর্মীদের দারুন উৎসাহ দেখে জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত। পবিন ত্রিপুরা আরো জানান নির্বাচনে জয়ী হলে বিগত বামফ্রন্ট সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
৪৪ রাইমাভ্যালী উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী পবিন ত্রিপুরা শুক্রবার মনোনয়নপত্র জমা দেন।
by admin
written by admin
113