Home » রাবার সিট চুরি, তদন্তে পুলিশ

রাবার সিট চুরি, তদন্তে পুলিশ

by admin

 প্রতিনিধি মোহনপুর :- রাতের আঁধারে রাবার সিট চুরি করে নিয়ে গেল চুরের দল। কালীবাজার সংলগ্ন দেবনাথপাড়া সংগঠিত হয়েছে এই চুরির ঘটনা। এই বিষয়ে পুলিশে করা হয়েছে অভিযোগ। জানা গেছে মঙ্গলবার গভীর রাতে এলাকার সুভাষ দেবনাথের বাড়ি থেকে রাবার সিট চুরি করতে সক্ষম হয়েছে চোরেরা। প্রায় ১৩০ টি রাবার সিট চুরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। বুধবার সকালে এই চুরির ঘটনা চাক্ষুস করেছেন তিনি। সুভাষ দেবনাথ আরো জানান ১২-১৪ বছর যাবত একই স্থানে রাবার সিট রেখে আসছেন তিনি। কিন্তু কোনদিন চুরির ঘটনা সংঘটিত হয়নি। দাবি করেন চোরদের পাকড়াও করতে পুলিশ যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। ধারণা করা হচ্ছে এই চুরি কান্ডের সাথে স্থানীয় সমাজদ্রোহীরা জড়িত রয়েছে।

You may also like

Leave a Comment